কোন রুপে মজিলেম আমি
দূর্গতির কালে
আল্লাহ বলে নাম লহিলাম
নাড়ে বইশাইল্লে
আল্লাহু আল্লাহু আল্লাহ
জানো দয়াময় জগতকূলে
আল্লাহ নামের তাসবিহ লহো
হাতে সকলে।।
যে জনে দেখেছে আল্লাহ
জ্ঞান চক্ষু খুলে
সেই জনে হয়েছে ধন্য
ক্ষণিক ভবকূলে।।
ভবেতে চিনিলে আল্লাহ
শেষে পরকালে
ভয় নাই ভয় নাই রে নাঈম
ত্বরবে ঘোর জঞ্জালে।।
পূর্ববর্তী:
« কোন রুপ হেরিলাম গো আমি বাতেনী নয়নে
« কোন রুপ হেরিলাম গো আমি বাতেনী নয়নে
পরবর্তী:
কোনো কিছু চাই না আল্লাহ আমি তোমার দরবারে »
কোনো কিছু চাই না আল্লাহ আমি তোমার দরবারে »
Leave a Reply