আল্লাহ বিনে মনে আমার
কোনোকিছু চায় না
আল্লাহ কোথায় আনিয়া দাও
মন ধরেছে বায়না।।
তাইতো আমি আল্লাহ খুঁজি
আল্লাহ কই দেখি না
আপনায় খুঁজি নাই তারে
হইয়াছি এক কানা।।
আল্লাহ রুপ দেখলে খুশি
হইতো পাগল মনা
আল্লাহ নামে সুর তুলিয়া
গাইতো প্রেম গঞ্জনা।।
আল্লাহ আছে আপন মাঝে
দেখিতে পাইলাম না
বিপথে চলিলাম সদা
সুপথ খুঁজিলাম না।।
নাঈম বলে আল্লাহর রুপ
দেখেছে যেজনা
সুখের নাচন কেহ
তার মতন নাচবেনা।।
পূর্ববর্তী:
« আল্লাহ পাক পরওয়ারদিগার
« আল্লাহ পাক পরওয়ারদিগার
পরবর্তী:
আল্লাহ রুপ কী দেখাইবো না »
আল্লাহ রুপ কী দেখাইবো না »
Leave a Reply