দেখে নাই দেখে নাই আল্লা’য়
বাল্য নাচন আমার।
নাচিতে হইবে আমায়
আল্লাহর ও দরবার।।
মন নাচে মোর প্রাণ নাচে মোর
নাচে রে সুখ দুখে
তেমনভাবে থাকি আমি
আল্লাহ যেমন রাখে।।
দুখে নাচে আল্লাহ বলে
সুখে বলে আল্লাহ
আল্লাহ বিনে না মাপিবো
কিছুই তুলে পাল্লা।।
চাই কেবলি আল্লাহর দেখা
দেখবো জ্ঞান চক্ষে
বিরাজ করিবেন আল্লাহ
মোর রুহানি বক্ষে।।
নাঈম বলে আল্লাহ এক
যে করে বিশ্বাস
মরনে ও শান্তমতে
ছাড়ে সে নিঃশ্বাস।।
পূর্ববর্তী:
« দেখিলাম না আল্লাজির নাম একবার ডাকিয়া
« দেখিলাম না আল্লাজির নাম একবার ডাকিয়া
পরবর্তী:
দেখে যারে মাইজভাণ্ডারে হইতাছে নুরের খেলা »
দেখে যারে মাইজভাণ্ডারে হইতাছে নুরের খেলা »
Leave a Reply