অপার অসীম আল্লাহ
দিল্ কহে মন কহে
আপনি আল্লাহ স্মরণে
নাচন দেখি লহে।।
আমার তরে জাহের বাতেন
রুপ সকলি দহে
আল্লাহ রুপে নাচতে আমার
মন যে সদা চাহে।।
আল্লাহর ও মায়াতে মন
সর্বদা গান গাহে
আল্লাহর বদন দেখিতে আর
পরাণে না সহে।।
নাচন উঠে নাচে নাঈম
মন রহে না গৃহে
আল্লাহ নামের ফল খাইয়াছি
আপনারি স্পৃহে।।
পূর্ববর্তী:
« অন্তরে প্রাণবন্ধুর বিরাজ জানিনা
« অন্তরে প্রাণবন্ধুর বিরাজ জানিনা
পরবর্তী:
অবনীতে উদয় নদীয়াতে গউর নিতাই »
অবনীতে উদয় নদীয়াতে গউর নিতাই »
Leave a Reply