কোন রুপ হেরিলাম গো
আমি বাতেনী নয়নে
না বলিতে এক নাম আসে
মুখের সামনে ( আল্লাহু আল্লা)।।
আল্লাহ রুপের নাই তুলনা
কী দেব বর্ণণ
প্রেম করেছে যে দেখেছে
আল্লাহর চাঁবদন (আল্লাহু আল্লা)।।
আল্লাহর রুপ দেখিলাম আমি
তওবা করি মনে
নাচন উঠিলো অঙ্গে
আল্লাহ রুপের টানে( আল্লাহু আল্লা)।।
আল্লাহর সঙ্গী হইছে এ মন
বলে রে গোপনে
আল্লাহ বলিয়া ডাকে
নাঈম দিনহীনে ( আল্লাহু আল্লা)।।
পূর্ববর্তী:
« কোন ভাবে আইলামরে নিতাই
« কোন ভাবে আইলামরে নিতাই
পরবর্তী:
কোন রুপে মজিলেম আমি দূর্গতির কালে »
কোন রুপে মজিলেম আমি দূর্গতির কালে »
Leave a Reply