মম অঙ্গে কিবা রঙ্গে নাচন যে তুলিলো রে
আপন আপন বলিয়া হায় ফালায় দূরে দূরে।।
আপন বলে বন্ধের সনে পিরিতি বান্ধাইলাম কেনে
রঙ লাগাইলাম মন মোহনে মরি হায় হায় করে।।
আশাতে আশারই তরী দরিয়াতে দিলাম ছাড়ি
বসে বসে ভাব যে করি বন্ধে নি টানে মোরে।।
নদীর তীরে বসে বসে ডাকিয়া বলি আফসোসে
মোরে যারা ভিন্ন বাসে কাছে কী টানিবে না রে।।
নদীর জলে চুপিসারে বলে আইসা কানের ধারে
তুমি ভালবাসো যারে সে তোমার অপেক্ষায় রে।।
আমি করি বন্ধের সন্ধান হয়েছে তাপিত পরাণ
খুঁজি ভাটি খুঁজি উজান বন্ধে দেখা দেয় না রে।।
আহা দুখে মরি মরি বন্ধে কোথা গেল ছাড়ি
আমার সাথে নিল আড়ি তাই কী খুঁজে পাই না তারে।।
আবার গেলাম নদীর কূলে জিজ্ঞাসিলাম নিরব ছলে
কোথা বন্ধু দাও না বলে যদি জানো তাহা রে।।
জলে আইসা মারে হাসি সেই হাসি মুই ভালোবাসি
বন্ধে দিলে দিবানিশি রাখিতাম আপন করে।।
জলে আইসা বলে আমায় বোকা হইলে নাঈম বলি তোমায়
খুঁজে কী দেখলে আপনায় রয় বন্ধু লুকিয়ে রে।।
পূর্ববর্তী:
« মনের মানুষ পাবি নি গো ললিতে বল না
« মনের মানুষ পাবি নি গো ললিতে বল না
পরবর্তী:
মমিন উল্লা শুনো গো ভাই শুনো সমাচান »
মমিন উল্লা শুনো গো ভাই শুনো সমাচান »
Leave a Reply