মৌলা ধন হে,
মম অঙ্গে কিবা রঙ লাগিলো
আউলা ঝাউলা হইয়া বাউলা
নাচন ও তুলিলো।।
কোন বা ফাকে চক্ষু আমার
তোমার রুপ দেখিলো
উজারিয়া গানার তালে
হাতে তালি দিলো।।
ভূল ভূল সব ভূল
ভূলের নাচ নাচিলো
ভাবিয়া চোখেরই কোণে
জলের চিট মারিলো।।
কোন বা রুপে নাচে বন্ধে
চোখ যে অন্ধ হলো
বিন্দিয়া বিন্দিয়া আমার
চা়ঁদ বদন ঢলিলো।।
এ ভাবিয়া নাঈম মিয়া
বিশ্বাস ও করিলো
দিলের চক্ষে বন্ধের রুপ
শেষে দেখা গেল।।
পূর্ববর্তী:
« মোহাম্মদের নামের ধ্যায়ান এ হৃদয়ে আমার
« মোহাম্মদের নামের ধ্যায়ান এ হৃদয়ে আমার
পরবর্তী:
যখন কিছু নাহি ছিলা তখন তুমি কোথায় ছিলা »
যখন কিছু নাহি ছিলা তখন তুমি কোথায় ছিলা »
Leave a Reply