মওলা পাপীর কী গো পুরাইবায় বাসনা
আশাতলে আশাবরী তোমার তরে চাই পানা।।
সকলি আশার সংসার আশার জিন্দিগানা
তোমার কাছে সকল আশা সবই তোমার জানা।।
কাঙাল অধম ভবে আমি আর কিছু তো চাই না
আশা মিটাও এই তো আমার চাওয়া নজরানা।।
শাস্ত্রে বলে তুমি নাকি কাঙালকে ফিরাও না
তবে কেন এই কাঙালের করো বিড়ম্বনা।।
নাঈম ভবে অধম একজন বারেবার চায় ফানা
তুমি যারে করো দয়া কেউ তারে ঠেকায় না।।
আশার পন্থে আছি চেয়ে দয়াল পুরাও বাসনা
তোমার তরেই সকল চাওয়া করি কামনা।।
তুমি বিনে কেউ দয়াময় জগতে দেখি না
তুমি এক অদ্বিতীয় আছে দৃঢ় বিশ্বাসখানা।।
অন্ধের নড়ি তুমি কেবল তুমিই তো আপনা
আপন জেনে কাঙালেরে কাছে টেনে নেও না।।
চাই না টাকা বিলাসিতা এয়ার কন্ডিশন চাই না
তোমায় দেখলে চোখ খুলিবে আমি একজন কানা।।
পাপী আমি মুক্তি চাই সেইতো বড় পাওনা
তোমার তরে নিও মোরে করিয়া আপনা।।
পূর্ববর্তী:
« মইলাম বন্ধু তোর পিরিতের দায় পিরিতে কলঙ্ক রইলো
« মইলাম বন্ধু তোর পিরিতের দায় পিরিতে কলঙ্ক রইলো
Leave a Reply