মানুষ হতে চাও কী তুমি
চাও কী হতে গুণিজন
মানুষ হতে মানুষের প্রয়োজন।।
মানুষ যদি চাও হতে
ধরো মানুষ চরণেতে
মানুষের সেবার মাঝেতে
খুশি দয়াল চান।।
মানুষে করিলে তালাশ
সেথায় পাবে আল্লাহর আশ্বাস
হাক্কুল ইবাদে আল্লাহ
নিজে খুশি হোন।।
মসজিদ কিংবা কাবাগৃহে
দেখেছ কী আল্লাহ রহে
না খুঁজিলে দিলের রাহে
আল্লাহ রয় না ত্রিভূবন।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
অন্তরখানা সপেদ করিয়া
দেখ আল্লাহ সন্ধান করিয়া
মিলিবে যৌবন।।
পূর্ববর্তী:
« মানুষ সে জনা মানুষ হও, ভিতর কর পরিষ্কার
« মানুষ সে জনা মানুষ হও, ভিতর কর পরিষ্কার
পরবর্তী:
মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে না »
মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে না »
Leave a Reply