মমিন ভাই আপনার ঘরের খবর রাখনি
পরারে যে দাও শিক্ষা, নিজে মানুষ হইছো নি।।
কোন পথেরই দাশ হয়েছ
শিখেছ কোন বাণী
কোরআন কী মেনেছ ভাইজান
বুঝে ঐশী বাণী।।
ছাড়লায় নি ধন হীরার লোভ
জহরতের ঘানী
সন্ধান ছেড়েছ কী ভাই
সোনা দানার খনি।।
আপনার ঘরে লোভ থাকিলে
হবে না ভাই ধনী
তনুমনে শান্তি যাহার
সুখী সেজন মানি।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
শুনো রে ভাই বলি
পরম মানুষ হতে হলে
মানো আল্লাহ গণি।।
পূর্ববর্তী:
« মমিন উল্লা শুনো গো ভাই শুনো সমাচান
« মমিন উল্লা শুনো গো ভাই শুনো সমাচান
পরবর্তী:
মরণ ফাঁদে পড়ে কাঁদে হাওর এলাকার লোকে »
মরণ ফাঁদে পড়ে কাঁদে হাওর এলাকার লোকে »
Leave a Reply