মমিন উল্লা শুনো গো ভাই শুনো সমাচান
নামাজ যে পড়ো তুমি কও তো নিয়তখান।।
কোন নিয়তে পড়ো নামাজ
কার কাটিতায় কান
জায়নামাজে বইসা তুমি
করো তাহার প্লান।।
মা বাপের করো নি সেবা
রাখছ নি বোনের মান
সহিহ মতে খাওনি হালাল
ছেড়ে হারাম দান।।
মাথায় বড় পাগড়ি টানছো
দিলায় দুব্বা টান
কোন কাপড়ে ঢাকছো গো ভাই
তোমার বদন চান।।
হারাম টাকার বস্তু নিয়া
বাচাইয়া কেউর প্রাণ
কাজ হবে না কাজ হবে না
হারামিদের দান।।
নিজে খাইয়া বাসি খাবার
বউরে দিছ রান
বউয়ে নি দেয় মা বাপ রে ভাত
রাইখো খবরখান।।
সন্তান তোমার কোন পথে যায়
ভূল করে দাও হান
নাঈম বলে সত্য সম্বল,
ঘুছায় সব নিদান।।
পূর্ববর্তী:
« মম অঙ্গে কিবা রঙ্গে নাচন যে তুলিলো রে
« মম অঙ্গে কিবা রঙ্গে নাচন যে তুলিলো রে
পরবর্তী:
মমিন ভাই আপনার ঘরের খবর রাখনি »
মমিন ভাই আপনার ঘরের খবর রাখনি »
Leave a Reply