মুমিন মুসলমান দেখ রে এক পথ
নামাজ পড়ো নামাজ পড়ো রে
করো আল্লাহর ইবাদত।।
এক আল্লাহ নাম লইয়া যেজন
পড়বে নামাজ ভাই
হবে হবে সুনিশ্চিত
বেহেশতে তার ঠাই।।
এই মতে নামাজ পড়ে
নাঈম হৃদয় খুলে
জায়নামাজ বিছাইয়া দিলে
আল্লাহর স্বরুপ মিলে।।
আল্লাহর কুদরতি বদন
ভাসাও নয়ন মূলে
সজিদা করো রে মুমিন
আল্লাহ চরণ কূলে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
শুনো মুমিন ভাই
নামাজ বিনে বেহেশত পাওয়ার
সহজ উপায় নাই।।
পূর্ববর্তী:
« মুমিন তোর নামাজ হলো না
« মুমিন তোর নামাজ হলো না
পরবর্তী:
মুর্শিদ আমার কান্ডারি গো সয়ালের দয়াল »
মুর্শিদ আমার কান্ডারি গো সয়ালের দয়াল »
Leave a Reply