সিজদা দাও হে মুমিন
আল্লাহর কুদরতি পায়
নামাজ পড় দৃঢ় মনে
যেন পায় আল্লাহ’য়।।
নরম দিলে পড় নামাজ
এক মনেতে ভাই
আল্লাহ বিনে দুসরা মাবুদ
আর তো কেহ নাই।।
এক মনেতে পড়লে নামাজ
ভরসা করলে আল্লাহ’য়
রহমত দয়া দিদার
মঞ্জুর হয়ে যায়।।
নাঈম বলে আল্লাহ তায়ালা
যদি সিজদা পায়
বান্দারে রহম করেন
রাখো বিশ্বাস তায়।।
পূর্ববর্তী:
« সাহস বিনা হয় না কখনো প্রেম-পিরিতি
« সাহস বিনা হয় না কখনো প্রেম-পিরিতি
পরবর্তী:
সিলেটের পাক ভূমিতে বাবা শাহজালাল »
সিলেটের পাক ভূমিতে বাবা শাহজালাল »
Leave a Reply