নেকি কর্ম থাকলে নি মোর
বেহেশত নছিব হবে
দয়াল জানি হাশরের দিন
কি- না জিজ্ঞাসিবে।।
নাঈম পড়লো ভাবনাতে
ভীন যদি বাসিবে
বন্ধে কেন করলো আপন
আমার মন মজাবে।।
নেকি কর্ম নাই রে আমার
সাথি না কেউ হবে
এই কথা ভাবিয়া নাঈম
কান্দে রে নিরবে।।
নাঈম পড়লো চিন্তা মাঝে
বিচার যখন হবে
মোর রায় জানি কী হয়
আল্লাহ কী বলিবে।।
পূর্ববর্তী:
« নূতন বৈশাখ মাসে শুভ দিন আসবে বলে সবাই ছিল আশার আশে
« নূতন বৈশাখ মাসে শুভ দিন আসবে বলে সবাই ছিল আশার আশে
পরবর্তী:
নেচে নেচে আওহে শচীর দুলাল গৌর কিশোরা »
নেচে নেচে আওহে শচীর দুলাল গৌর কিশোরা »
Leave a Reply