বন্ধে নি মোর হবে সেদিন সহায়
রে মুমিন ভাই
জানি না কী সয়াল করবেন
প্রাণবন্ধে আমায়
রে মুমিন ভাই।।
নাঈম কান্দে আউলা হইয়া
পাগল বলে সবাই
আউলা সেজে বাউলা হইলাম
পড়লাম লোক নিন্দায়
রে মুমিন ভাই।।
গানপুরেতে বাস করি মুই
সকল লোকে গায়
ঐ দেখ যায় পাগল নাঈম
পড়েছি চিন্তায়
রে মুমিন ভাই।।
আমি কী আর সাধের পাগল
কেবল বন্ধের দায়
বন্ধে নি মোর হইবে আপন
হাশরের দিনটায়
রে মুমিন ভাই।।
নাঈম মিয়া কী ভাবনা
রও চরণ অপেক্ষায়
ধইরো ধইরো বন্ধের চরণ
না পাইলে উপায়
রে মুমিন ভাই।।
পূর্ববর্তী:
« বন্ধুয়ায় নি করবে চরণ দাশ রঙ মুনিয়া রে
« বন্ধুয়ায় নি করবে চরণ দাশ রঙ মুনিয়া রে
পরবর্তী:
বন্ধে পিরিত করি আইল না »
বন্ধে পিরিত করি আইল না »
Leave a Reply