কোথায় যাবেরে নাঈম তোমার রঙের দিন
হাশরের বিচারে যখন হবে সয়ালিন।।
আল্লাহ তায়ালা কাজি হইয়া বসিবেন আসনে
বলো বলো কী সমাচান করলে কী ভূবনে
একটিবার ও ভেবে দেখছো তুমি কী গহিণ।।
রঙ তামাশা করলে কেবল ভবেতে আসিয়া
না বুঝিলে দুনিয়ার বাও আইলা কিসের লাগিয়া
এবার ঠেলা কে সামলাবে তুমি ক্ষুদ্র মীন।।
পূণ্য দাও পূণ্য দাও করিবে চিৎকার
ইহজগত ঘুরে আসলাম পাপ শুধু আমার
কেউ দিবে না পূণ্য তখন কেউ দিবে না ঋণ।।
কেবা পুত্র কেবা স্ত্রী মা বাবা বোন ভাই
হাশরের বিচারের দিনে সঙ্গী কেহ নাই
বলবে তখন ফুকারিয়া চিনরে কেহ চিন।।
নাঈম তুমি পড়বা প্যাঁচে হাশরের দিনেতে
যখন পুছিবেন আল্লাহ তোমাকে সামনেতে
কিবা উপায় করবে নাঈম তখন তুমি সেদিন।।
পূর্ববর্তী:
« কোথায় থেকে আইছো মনা
« কোথায় থেকে আইছো মনা
পরবর্তী:
কোথায় যে জন, জানে বা কোন জন »
কোথায় যে জন, জানে বা কোন জন »
Leave a Reply