গাড়ি চালাও হুশিয়ার হয়ে
ওরে ও মন ড্রাইভার
ধীরে সুস্থে চালাও তুমি
ভাঙা গাড়ি আমার।।
এ গাড়িতে নাইকো সোনা
তবু আছে ডাকাত সেনা
ধরলে তারা কেউ ছাড়ে না
মাল লুটিবে সব আমার।।
বেলা গেলে সন্ধ্যা হলে
যাবে শেষে পথ ভূলে
চালাও রে মোর গাড়িখানা
না হওরে স্বৈরাচার।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
সরল পথ গেলে ভূলিয়া
ঠেকবে লয়ে গাড়িখানা
রটবে হাহাকার।।
পূর্ববর্তী:
« গানের ভিতর প্রাণের কথা বলবার মনে চায়
« গানের ভিতর প্রাণের কথা বলবার মনে চায়
পরবর্তী:
গাড়ি টানছেরে ইঞ্জিনে »
গাড়ি টানছেরে ইঞ্জিনে »
Leave a Reply