যখন পড়বে চরণখানি ও ঘাটের পাড়ে
কে বলেছে যাবি সেথায়
চল চক্ষুর তরে।।
ও ঘাটের পাড়ের মাঝে
কুম্বুর আছে ছয় না যে
লাগে না তো তারা কাজে, বাদি তারা রে।।
বলি ও মন হুশিয়ারি
আছে তাদের তরবারি
করতে জানে খুব বাটপারি, সম্মোহন করে।।
কালের ঘোরে ফেলে ফেলে
কামীনি রুপ দেয় রে ঢলে
বহুরুপীর শৃঙ্গ হলে,নাচায় নিজ তরে।।
বুঝবি যদি মর্ম কথা
নাঈমে কয় যথাতথা
মানব ঘাটের বিরল গাতা, পা দিস না রে।।
পূর্ববর্তী:
« যখন কিছু নাহি ছিলা তখন তুমি কোথায় ছিলা
« যখন কিছু নাহি ছিলা তখন তুমি কোথায় ছিলা
পরবর্তী:
যতই তুমি ডাকো রে বন্ধু মিষ্টি মধুর সুরে »
যতই তুমি ডাকো রে বন্ধু মিষ্টি মধুর সুরে »
Leave a Reply