দয়াল চাঁন্দের হাট বাজারে
প্রেম বিকাইতে চল্
তোরা প্রেম নে প্রেম নে
হরি নাম বল্।।
হরি নামে ভাঙরে তালা
টান রে হাতে বল
শ্রেষ্ঠ তোরাই মূর্খ তোরাই
তোরাই মানব কল।।
হরি নামের হাট বাজারে
আছে গোলাপ জল
জল কিনিতে সুধা পাবি
বুঝবি না রে মূল।।
কেবা হরি কিবা প্রেম
কিবা গোলাপ জল
সুধার ব্যাপার জানতে
আপনারে বল।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
শুনরে মানব দল
তোর মাঝেতেই দয়ালের হাট
সেই হাটে দে টহল।।
পূর্ববর্তী:
« দয়াল গৌর হে পাব তোমায় আর কত দিন বাকী
« দয়াল গৌর হে পাব তোমায় আর কত দিন বাকী
পরবর্তী:
দয়াল তিননাথ আও আমার আসরে চলিয়া আও »
দয়াল তিননাথ আও আমার আসরে চলিয়া আও »
Leave a Reply