দয়াল গুরুজি তোমায় চেনার
উপায় বলো না
কিবা মন্ত্রের গোপন অন্ত্রে
চলে তোমার ভাব নমুনা।।
দেখা দাও হে দয়াল গুরু
পুরাও মোর বাসনা
দেখা দিয়া লও গো কাছে
দূরে পরাণ থাকতে চায় না।।
শাস্ত্রগ্রন্থের অন্তমূলে গুরু
সন্ধান তো মিলে না
কিবা আলয় আসন মাঝে
করছো তোমার ঠিকানা।।
ভক্তে ডাকে করুণ হৃদে
কোথায় তুমি আস না
তোমার একটি দর্শন পেতে
ধৈর্য তো আর ধরে না।।
কোন নদীতে লাই খেলিছো
আমরা তো তা জানি না
ভক্ত জেনে কও আপনে
দাও মনেতে স্বান্ত্বনা।।
কেমন করে চিনবো তোমায়
রুপ গড়ন তো নাই জানা
নাঈম বলে হৃদ আসনে
আছে গুরু নামখানা।।
পূর্ববর্তী:
« দয়াল গুরু সংসারে আমার কি লাভ বাঁচিয়া
« দয়াল গুরু সংসারে আমার কি লাভ বাঁচিয়া
পরবর্তী:
দয়াল গৌর হে পাব তোমায় আর কত দিন বাকী »
দয়াল গৌর হে পাব তোমায় আর কত দিন বাকী »
Leave a Reply