মানুষ যদি চাও হতে মন
মানুষ গিয়ে ভজ রে
মন মানুষের সন্ধান করো রে।।
মন মানুষের করলে সন্ধান
জুড়ায় তবেই তাপিত প্রাণ
প্রাণে প্রাণে মিল না হলে
মানুষ কী দেয় ধরা রে।।
মন মানুষের সন্ধান করো
মরার আগে একবার মরো
যদি মানুষ,মানুষ ধরো
খাঁটি মানুষ যায় হওয়া রে।।
মানুষ সেবায় ব্রতি যারা
স্রষ্টা প্রেম চিনিলো তারা
মানুষ প্রেমেই হয় স্রষ্টা প্রেম
না হয় তাতে নারাজ রে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
মানুষ সেবায় রও মজিয়া
মানুষে মানুষ ও গড়ে
প্রেম মমতা দিয়া রে।।
পূর্ববর্তী:
« মানুষ বানাইয়া, খেলছ তারে লাইয়া
« মানুষ বানাইয়া, খেলছ তারে লাইয়া
পরবর্তী:
মানুষ যদি হইতে চাও কর মানুষের ভজনা »
মানুষ যদি হইতে চাও কর মানুষের ভজনা »
Leave a Reply