ভবের কানা রে
কেন ভবের কাজে রও সদা মাতিয়া
আসল কর্ম না করিলায়
ধরাতে আসিয়া
ওরে কানা ধরাতে আসিয়া।।
ভবের কাজে মেতে রইলা
করলা দুনিয়াধারি
দেখিলে না ও পাষাণ মন
বিপথি কাম ছাড়ি
পথের কাজে না আসিলা
পথের কাজে না আসিলা
আল্লাহর নাম ভূলিয়া রে।।
সুখের আশায় ঘর বান্ধিলা
সুখ নাহি পাহিলা
সুখ যে গেল তোমায় ছেড়ে
দুখের বোঝা বইলা
আল্লাহর পথে ফিরে আসো
আল্লাহর পথে ফিরে আসো
একে বিশ্বাস করিয়া রে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
ধন্য হতো জীবন
যদি তুমি সময় থাকতে
করো রে মনা সাধন
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
দেখিও মন ভাবিয়া রে।।
পূর্ববর্তী:
« ভবে মানুষ বলে কারে
« ভবে মানুষ বলে কারে
পরবর্তী:
ভবের খেলায় হেলায় দিন যায় »
ভবের খেলায় হেলায় দিন যায় »
Leave a Reply