আমি যাবো রে যাবো
যাবো আমি মওলার দরবারে
নাঈমে কয় পেলে দেখা
মওলার সঙ্গে করে।।
দেখতে পেলে মওলার রুপ
ছেড়ে দেব না রে
বদন লুণ্টাইবো নজর
কেবা মানা করে।।
না জানি কী রুপ মওলার
নামে যাহা ঝরে
কেমন নাচন নাচবো জানি
রুপ দেখিবার পরে।।
মওলা রঙ্গে রাঙবো হিয়ে
মনের মতো করে
তবু যেন নেয় মওলায়
সঙ্গ দাসী মোরে।।
নাঈম বলে আল্লাহর রুপ
দেখিবার তরে
অপেক্ষা মোর হয় অবসান
কবে না জানি রে।।
সুখে আমার মুখ ফুটে
বুক তো ফাটে নারে
এই বুকে মোর থাকবে দয়াল
সারা জনম ভরে।।
মানবের ভেতরে শুনি
ক্বলব রয় গোথরে
আল্লাহ নাকি সেথা রহে
গোপন ও মাঝারে।।
তাইতো নাঈম ক্বলব খুলে
আল্লাহর সেবা করে
আল্লারে দেখিতে পাবো
দেখবো নয়ন ভরে।।
পূর্ববর্তী:
« আমি মরিমু পরানেরে ভাই, রাই বিনে
« আমি মরিমু পরানেরে ভাই, রাই বিনে
পরবর্তী:
আমি যে এক কৃষকি কৃষিতে ফলাই ফসল »
আমি যে এক কৃষকি কৃষিতে ফলাই ফসল »
Leave a Reply