আল্লাহ রুপে হিয়ে মজে
যদি দেখতে পায়
তাধিন তাধিন ধিন তানা ধিন
নাঈমে গান গায়।।
আল্লাহ নামেই মন মজেছে
রুপে যদি চায়
তাইলে বলো কেমন হবে
নাঈম বলে যায়।।
আল্লাহ রুপ দেখিবার তরে
মন আমার উতলায়
খুঁজি খুঁজি দয়াল আল্লাহ
খুঁজে পাওয়া দায়।।
নাঈম কহে আল্লাহ পেলাম
দিলের চোখে দেখায়
চমকিয়া চমকিয়া উঠে আল্লাহ
আমার মনি কোঠায়।।
পূর্ববর্তী:
« আল্লাহ রুপ কী দেখাইবো না
« আল্লাহ রুপ কী দেখাইবো না
পরবর্তী:
আল্লাহ’কে হবে ভালোবাসা নবীকে বাসলে ভালো »
আল্লাহ’কে হবে ভালোবাসা নবীকে বাসলে ভালো »
Leave a Reply