আল্লা নাম না লহিলাম আমি
ভবের কামে মত্ত্ব রইয়া
দিন গেল দিন গেল আমার
তারে না ডাকিয়া।।
গানপুরের এই মিছা মায়ায়
মন রইলো ভূলিয়া
ভেবে না দেখিলো একবার
সব যাব ছাড়িয়া।।
রবে না মোর সুখ আহ্লাদ
সব যাবে চলিয়া
টানবে আইসা যমের দূত
যাবে মোরে লইয়া।।
কত পাপ করেছি দিন দিন
আল্লাহ নাম না লইয়া
পাপের অবসান করিলাম
আল্লাহ না ডরাইয়া।।
নাঈম ভবে ঠেকছে এখন
পাপের বুঝা লইয়া
আল্লাহ কী করিবেন দয়া
যায় ভেবে দিন গোইয়া।।
পূর্ববর্তী:
« আলিফ সাদা, লামে লাল, সিমেতে লোকাইয়াছে রমণীর কাছে
« আলিফ সাদা, লামে লাল, সিমেতে লোকাইয়াছে রমণীর কাছে
পরবর্তী:
আল্লাজির নাম লইয়া- পথে যাই নামিয়া »
আল্লাজির নাম লইয়া- পথে যাই নামিয়া »
Leave a Reply