মদন মাঝি,মদন মাঝি রে
বাইয়ো নাও মোর হইয়া হুশিয়ারী
বাইও সাবধানে তুমি
আমার ভাঙ্গা তরী রে।।
এ তরী তে বাদি আছে
ছয় চোর সহচরি
দেইখ তারা হইবে বাধা
পথেরই মাইঝ ধরি রে।।
হরেক রকম কাষ্ঠে গড়া
তরী এ আমারি
এ নাঈমের চলে তরী
শূণ্যেতে ভর করি রে।।
দয়াল নামে পাল তুলিয়া
বন্ধের নামটা ধরি
ছাড়িও ছাড়িও তরী
আমি আশাবরী রে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
দিও মাঝি পাড়ি
দুর্বিন দুনো আছে দেখ
নায়ের আগা করি রে।।
পূর্ববর্তী:
« মদন মাঝি নাও বানাইলো রে
« মদন মাঝি নাও বানাইলো রে
পরবর্তী:
মদন শ্রীকান্ত বিনে আমার পরানে যায় »
মদন শ্রীকান্ত বিনে আমার পরানে যায় »
Leave a Reply