মন মাঝিরে
সাবধানে মোর তরীখানা বাইও
সঠিক পথ দেখিয়া তুমি তরীর পার খুঁজিও মনরে
( ওওওও মন মাঝিরে)।।
হৈ হৈ হৈ হৈয়ারে মাঝি
হুশিয়ারি হইও
আমার ভাঙ্গা নায়ের
তুমি জল শুকাইয়া নিও মন রে
( ওওওও মন মাঝিরে) ।।
রঙ বেরঙের সারি গাইয়া
চুবেতে নাও বাইয়ো
ডুবাইয়া না সাধের তরী মোর
সময় সাধন করিও মন রে
( ওওওও মন মাঝিরে) ।।
তোমার ভরসায় ছাড়লাম নাও
সব বুঝিয়া লইও
তরীবাদি ছয় কুম্বুরি
আসিলে তাড়াইও মন রে
( ওওওও মন মাঝিরে) ।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
সন্ধ্যা না করিও
সন্ধ্যা হলে প্রাণ খুলে
নাও বিরাইয়া দিও মন রে
( ওওওও মন মাঝিরে) ।।
পূর্ববর্তী:
« মন মতি কে গৌরাঙ্গে বিয়ে দেনা
« মন মতি কে গৌরাঙ্গে বিয়ে দেনা
পরবর্তী:
মন মুসল্লি ভাই রে বলি নিবেদনে »
মন মুসল্লি ভাই রে বলি নিবেদনে »
Leave a Reply