মদন মাঝি নাও বানাইলো রে
বানাইলো নাও বড্ড যতনে
বৈঠা ছাড়া সাধের নৌকা
উড়িতে চায় শূন্যে।।
(সামাল সামাল হৈ হৈ হৈ)
দিন কেটে যায় নাও চালাইয়া
সাধের সারি গানে
মদন মাঝি যায় গেয়ে গান
তাক লাগায় মোর মনে।।
( সামাল,সামাল হৈ হৈ হৈ)
মাঝ দরিয়ায় পইড়া নাঈম
ঠেকলো দিলমোহনে
আমার কী নাও ঠেকবে না আর
কূলের ও সামনে।।
( সামাল, সামাল হৈ হৈ হৈ)
ঠেকছে নাঈম লইয়া নাও
বাও বুঝিবে কেমনে
তাওতো কেবল দয়ালের নাম
লই হৃদয় গহিনে।।
( সামাল, সামাল হৈ হৈ হৈ)
পূর্ববর্তী:
« মদন দিছে সাইকেল বানাইয়া দুই চাকা দিয়া
« মদন দিছে সাইকেল বানাইয়া দুই চাকা দিয়া
পরবর্তী:
মদন মাঝি,মদন মাঝি রে »
মদন মাঝি,মদন মাঝি রে »
Leave a Reply