কে বানাইলো রে
বানাইলো এমন দারুন ময়ূরপঙ্খি নাও
বুঝিতে না পারে নাঈম
সেই নায়েরই বাও।।
চন্দ্রমণি দুই সারণি
নায়ের দিল আগায়
দেখে দেখে রঙের মাঝি
সাধের নৌকা বায়।।
সারি বাইয়া যায় নায়ে
সুর তুলে গান গায়
পার হইবো সুরেশ্বরী
যাবো কিনারায়।।
অদ্ভুতুরে নায়ের মাঝি
বাও বুঝে না হায়
অকূল সাগর পাড়ি দিতে
বড়’ই মজা পায়।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
কী করি উপায়
কখন যাবে ময়ূরপঙ্খি
আসল ঠিকানায়।।
পূর্ববর্তী:
« কে বাজাইয়া যায় গো সখী
« কে বাজাইয়া যায় গো সখী
পরবর্তী:
কে যাও রে সোনার মদিনায় »
কে যাও রে সোনার মদিনায় »
Leave a Reply