পিঞ্জিরা ছাড়িলে ময়না পাখি
মিটবে আঁখি ওরে নাঈম
সময় থাকতে না লহিলে
প্রাণ বন্ধের তালিম ওরে নাঈম।।
দুধ কলা দিয়া ময়না পুষিতেছ তুমি
বলা কওয়া ছাড়াই যাবে পাখিটা হারামি
উড়িয়া যাইবে তোর সোনার পাখি
রবে না গানের দিন ওরে নাঈম।।
আশা কতই করছো নাঈম পাখিটারে লইয়া
যাইবে একদিন উড়াল মেরে পাখি নিষ্টুরিয়া
কাটবে তোমার মায়ার বেড়ি রেখেছ যা দিয়া
চলে যাবে সোনার পাখি দেখিও একদিন ওরে নাঈম।।
পাখি তোমার খাকে বন্দি অাট কুঠুরি দিয়া
তবুও না আটকা রবে পাখি বিনোদিয়া
চলে যাবে পিঞ্জিরখানি খালি করিয়া
দেহ তোমার রহিবে মলিন ওরে নাঈম।।
পূর্ববর্তী:
« পাড়ঘাটায় কি মরে মানুষ পাড় ঘাটায় কি মরে
« পাড়ঘাটায় কি মরে মানুষ পাড় ঘাটায় কি মরে
পরবর্তী:
পিনরায় কেন ছটপট দেখি, ওরে আমার ময়না পাখি »
পিনরায় কেন ছটপট দেখি, ওরে আমার ময়না পাখি »
Leave a Reply