খাঁকে গঠিল খাঁচা
থাকতে ময়না পাখি
দিবানিশি ময়না আমার
করে ডাকাডাকি।।
শূণ্যে যাওয়া আসা করে
খাঁচার বন্দি পঙ্কি
দেখলে তারে রাখতাম ধরে
চরণখানি আটকি।।
অষ্ট কুটুরির সেই খাঁচা
সদর কোটায় খাকি
সেথায় করে যাওয়া আসা
সোনার ময়না পাখি।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
তাহার দেখাদেখি
কথা বলে রঙ্গিন ছলে
আমার হৃদয় সখি।।
পূর্ববর্তী:
« খবর রাখনি উন্দুরে লাগাইছে শয়তানি
« খবর রাখনি উন্দুরে লাগাইছে শয়তানি
Leave a Reply