আমার সোনার ময়না রে
মাটির পিঞ্জিরায় কী তোমার থাকতে চায় না মন
উড়িয়া যাইতে তোমার সময় কতক্ষণ।।
মা বাপের মায়া বেড়িতে পিঞ্জিরার হয় গঠন
থাকতে চাও না সোনার ময়না মারিতে চাও উড়ন।।
তুমি আমার আমি তোমার হইয়া ছিল কথন
তবু কেন চলে যাবে ভেঙ্গে শিকল বাঁধন।।
পিরিতি কেন বাড়াইলে বসত করো এখন
আসা যাওয়া পিঞ্জিরাতে করো সর্বক্ষণ।।
কয় ভাবিয়া নাঈম মিয়া এ কেমন ছলন
থাকবে বলে পিঞ্জিরাতে,যাও চলে এখন।।
পূর্ববর্তী:
« আমার সোনার ময়না পাখি
« আমার সোনার ময়না পাখি
পরবর্তী:
আমার সোয়াচান পাখি »
আমার সোয়াচান পাখি »
Leave a Reply