খাকেতে গঠিলাম পিঞ্জর ময়না তোর লাগিয়া
বিনয় করি যাসনে ময়না আমায় ছাড়িয়া।।
ঘরে বাড়ে ময়না পক্ষির
চলন যায় ঘটিয়া
খায় দায় গান গায়
সোনার ময়নায় পিরিতি বাড়াইয়া।।
পিঞ্জর যদি ছাড়তে ময়না
গেলে উদাস হইয়া
কেন তবে আইসাছিলি
আপনা ভাবিয়া।।
আশাবাদি হইলাম আমি
ওরে ময়না সোনালিয়া
নিথর দেহে ঠাই দিয়াছি
খাকের বেষ্ঠনিয়া।।
সুখের আশায় খানা দানা
আদর সোহাগ দিয়া
নাঈমে কয় পোষলাম পাখি
না যাইবে ছাড়িয়া।।
পূর্ববর্তী:
« খাইয়া গরল বিষ ত্যেজিমু পরান রে বন্ধু কইলে অপমান
« খাইয়া গরল বিষ ত্যেজিমু পরান রে বন্ধু কইলে অপমান
পরবর্তী:
খাজা তোমার নামের ধ্বনি »
খাজা তোমার নামের ধ্বনি »
Leave a Reply