উদাসী মন উদাস স্বরে ডেকে ডেকে কয়
আমার কিছু নাই জগতে
সকলি যাহা, প্রভূর জগতময়।।
বধূ করিলাম বিয়া সাধ করিয়া
সন্তান পালিলাম আপনা ভাবিয়া
সকলেরে একদিন যাবো ছাড়িয়া
আপন বলতে মোর কেহ নয়।।
আমি যে আসিলাম জগত মাঝার
কেবলি মিছা বলিলাম আমার
আমার আমার করে কাটালাম জীবন
জীবনটা কেবল মোর কাটাময়।।
কয় ভাবিয়া শেষে নাঈম মিয়া
কাটালাম এ জীবন মিছা খেলিয়া
আহারে মোর বৃথা মানব জনম
কিছুই দেখি না মোর সঙ্গী হয়।।
পূর্ববর্তী:
« উদাস বাঁশি বাজল কোন বনে গো প্ৰাণ ললিতে
« উদাস বাঁশি বাজল কোন বনে গো প্ৰাণ ললিতে
পরবর্তী:
উদয় চৈতন্যচান্দ সুরধুনী তীরে »
উদয় চৈতন্যচান্দ সুরধুনী তীরে »
Leave a Reply