আর কী হবে রে সাধের জনম আমার
তোমাদের সাথে দেখা হবে কী আর
নাঈম কী করবে বিয়া শূন্যেরও মাঝার
বধূ কী আসবে ঘরে দেখবো মুখ তার।।
এ জনমে কী মিটিবে রে মানব আশা
এ জনমে কী মিটিবে ভালেবাসা
এ জনমে মোর আর না হবে রে
মিলন বন্ধন তোমার আমার।।
এই না জনমের কত হাসি ঠাট্টা
ঘুরির মতন ছি্ড়ে হবে বোকাট্টা
আর না হবে মোদের সুখের আলাপন
সকলের বাড়বে শুধুই দূরাচার।।
এই না জনমের বন্ধু যাহারা
থাকিও পরজনমেতেই সঙ্গী তোমরা
আর কী হবে গো সাধের মানব জনম
নাঈমে কেঁদে কয় বারেবার।।
পূর্ববর্তী:
« আর কী গো মোর মানব জীবন হবে
« আর কী গো মোর মানব জীবন হবে
পরবর্তী:
আর ঘুমে থেকো না চাষি ভাই »
আর ঘুমে থেকো না চাষি ভাই »
Leave a Reply