কয় লোকে নাঈম নাকি বেজাত ছেলে
প্রেম প্রেম করিয়া ও সে
প্রেম যে নামক মিছা খেলে।।
প্রেম কী সামান্য খেলা
যারে তারে যায় গো বলা
নাঈম তো নয় আলাবুলা
দেবে সবই বলে।।
প্রেম সে অমূল্য রতন
খুঁজিয়া দেখ চৌদ্দ ভূবন
প্রেম হইবে খাঁটি তখন
মরমে ঠাঁই হটালে।।
হৃদেতে আরশ গাঁথা
খুঁজে দেখ মূর্খ সেটা
তার উপরে কুরশি পাতা
পাবি তা চক্ষু দিলে।।
নাঈম কী সামান্য ছেলে
দেবে তা সকলি বলে
বিকায় প্রেম প্রেমের হাটে
খাঁটি প্রেমিক তা কিনিলে।।
পূর্ববর্তী:
« ক্বলবে ধরিলে ঝংকার তেল দিলেও ছুটে না
« ক্বলবে ধরিলে ঝংকার তেল দিলেও ছুটে না
পরবর্তী:
খবর রাখনি উন্দুরে লাগাইছে শয়তানি »
খবর রাখনি উন্দুরে লাগাইছে শয়তানি »
Leave a Reply