ওরে রঙ্গিলা বন্ধু, কী রঙ লাগাইলা তোমার গায়
এ কথাটি নাঈম মিয়া জানিতে চায়, চায় রে।।
রঙে রাঙে রঙিলা বন্ধু দেখিলে দোল খায়
নাঈমের চোখ দেখলে তারে, বারেবার ঠাউরায়।।
আয়না দিয়া দেখলে সে রুপ ছাড়িতাম কী হায়
দিলের আয়নায় রুপ সে ভাসে, আসে বন্ধুয়ায়।।
রঙ লাগাইলো রঙের রসিক গোপন রাখা দায়
এ কথাটি সঙ্গমে আজ নাঈম বলতে চায়।।
আহারে মরনের রুপ মারিলো সে আমায়
বলিয়া বলিয়া নাচে প্রেমিক নাঈম মিয়ায়।।
পূর্ববর্তী:
« ওরে মেলা দিতে জ্বালা কার মন্ত্রণা পাইলে
« ওরে মেলা দিতে জ্বালা কার মন্ত্রণা পাইলে
পরবর্তী:
ওরে সঙ্কটে বাঁশি বাজায় গো শ্ৰীকান্তে »
ওরে সঙ্কটে বাঁশি বাজায় গো শ্ৰীকান্তে »
Leave a Reply