নাঈম নাম কী রবে চিরকাল
রঙ্গিলা বুবু রে
বুঝিতে না বুঝিতে নাঈম
মারছে পগার ফাল।।
নামের জন্য ভব তরে
ডেকে কী লাভ কাল
ষড় মাগি সাথে লাগি
রয়েছে জঞ্জাল।।
আপনার ঘর শূণ্যে রইলো
ভয়েতে যায় প্রাণ
আজরাইলের ডাক শুনিবো
জানিনা কোন কাল।।
সেকেন্ডের ভরসা নাই
দুনিয়ার রঙ মাঝার
সময়েই কাটিয়া লইবো
কী আমার আমার।।
নাঈম নামের আশা ছাড়ো
ভাবো একটি বার
বলো নাঈম কোথায় যাইবা
ছেড়ে, দুনিয়ার বেড়াজাল।।
পূর্ববর্তী:
« নাঈম তোমার ভবের খেলা কয়দিন আছে বলো না
« নাঈম তোমার ভবের খেলা কয়দিন আছে বলো না
পরবর্তী:
নাঈম বাউলা হইলো রে »
নাঈম বাউলা হইলো রে »
Leave a Reply