বন্ধেনি করিবে চরণ দাশ
আমি ভাবিরে সদা
আপনও না চিনলাম এখন
এক নাম্বার নির্বোধা।।
আপন কেমনে চিনবো আমি
নাই রে সমঝোতা
উলশ থুইয়া না দেখিয়া
গথরে লইলাম কা়ঁথা।।
এক দিন ও না ফুল লহিলাম
গাঁথতে প্রেমের মালা
কেমনে বলো উঠবে মনে
বন্ধের পিরিত জ্বালা।।
নাঈম কী রূপ না দেখিলাম
আয়না দিকে চাইয়া
আমার মাঝেই বন্ধের স্বরুপ
না পাইলাম খুঁজিয়া।।
পূর্ববর্তী:
« বন্ধে পিরিত করি আইল না
« বন্ধে পিরিত করি আইল না
পরবর্তী:
বন্ধের বাঁশী মন উদাসী করিল আমারে »
বন্ধের বাঁশী মন উদাসী করিল আমারে »
Leave a Reply