বন্ধুয়ায় নি করবে চরণ দাশ রঙ মুনিয়া রে
ওরে নাঈমের চান্দুয়া
সারা জীবন খাইলে গাজা
খেললায় মিছা জুয়া, আর জুয়া।।
হারাম বস্তু পান করিলে
হালাল না বুঝিয়া
দই ভাবিয়া চুন লইলে
মুখেতে পুড়িয়া,আর পুড়িয়া।।
মাকাল ফলে হাত দিলে
রঙের চমক দেখিয়া
বাহ্যরুপে মজিতে নেই
না দেখলে ভাবিয়া,আর ভাবিয়া।।
মইলে নাঈম ধুইলে নাঈম
কবরে নাঈম থুইয়া
পুণঃ পরে নাম রইবে না
নাঈম গেল চলিয়া,আর চলিয়া।।
পূর্ববর্তী:
« বন্ধুয়া সে ছলনার ডের গো প্রাণ সই
« বন্ধুয়া সে ছলনার ডের গো প্রাণ সই
পরবর্তী:
বন্ধে নি মোর হবে সেদিন সহায় »
বন্ধে নি মোর হবে সেদিন সহায় »
Leave a Reply