এভাবেই সে বন্ধুর খবর রাখে
বত্রিশ পাকে লাখে লাখে
মরতেছে বহু লোকে।।
পাকে পাকে যাচ্ছে মরে
বইশালি ঐ নাড়া মারে
তাহারি ঐ আন্ধ ঘরে
সুন্ধরি মা য় ডাকে।।
নয় যে তাহা তাচ্ছিল্য ব্যাপার
যে বুঝেছে সারাসার
হইলো জ্ঞানী বুঝধার
সেই লোকে অন্তঃলোকে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
কেবা তারে দেখে
আপন ঘরের খবর থাকলে
সব সারাসার থাকে।।
পূর্ববর্তী:
« এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে
« এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে
পরবর্তী:
এমন এক রঙের দেশ আছে »
এমন এক রঙের দেশ আছে »
Leave a Reply