ঐ ঘরে কেউ থাকার জায়গা নাই
আছে ঠিকই দেখিতে পায় ঘরের মালিক বেটায় রে।।
ঐ ঘরেতে রুপ নিরুপন
রঙ বেরঙের জীবন যাপন
কেবা পর কেবা আপন
সবাই দেখা যায় রে।।
অন্তঃরুপে গুণমণি সে
দেখতে বড্ড বেজাজ আছে
যেবা তার রঙ দেখেছে
ঘরের খবর না ছাড়বে ভাই রে।।
ঐ ঘরের ঐ রঙের সাজে
বানাইলো মেস্তরি যে
নাঈম কয় তার সীমা নাই যে
সুনাম ঐ ছড়ায় রে।।
পূর্ববর্তী:
« ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি
« ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি
Leave a Reply