যে বানাইছে অমন খেলার ঘর
জানিনা জানিনা রে আমি তাহার খবর।।
আলো হইলো ও ঘরখানা
মুক্তামতি ষোলো আনা
জলময় সেই ঘরবেড়ানা
রঙে রাঙা চতুর্ধর।।
ঘর দু ধারে দরজা মেলা
লাগায় খুলে তা বুঝে বেলা
সেই ঘরেতেই সখের খেলা
জমে যায় জহ্বর।।
সেই ঘরে নাই থাকার ঠাঁই
থাকে তবুই সর্ববালাই
দেখিতে তার তুলনা নাই
বহু আবেগধর।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
ঐ ঘরেতে তালা দিয়া
যায় যদি রঙের বাড়ুইয়া
রঙ পুড়াবে তোর।।
পূর্ববর্তী:
« যে দুঃখ মোর মনে বন্ধে তাহা জানে
« যে দুঃখ মোর মনে বন্ধে তাহা জানে
Leave a Reply