জীবন আমার যায় কাটিয়া
কূল না পাই ভাবিলে
হায়রে জীবন আমার গেল বিফলে।।
কেবা হবে সঙ্গের সাথি
ভাবি একা নিরবধি
কেবা করে অনুগতি
এই কালে।।
ঘুরি ফিরি একা একা
হইলো মোর চরণ বাঁকা
ছয় বাদিরণ দিল ছেঁকা
কৌশলে।।
ভাই বেরাদ্দার প্রতিবেশী
কাহার কান্না কাহার হাঁসি
গলে আমার কর্ম ফাঁসি
অকালে।।
কেমনে আমি কর্ম করি
ছয় বাদিরণ করে দেরী
আমি যে কর্ম করি
তার ছলে।।
আমার যে কী যায় হইয়া
কে দেখে আমায় চাহিয়া
কয় ভাবিয়া নাঈম মিয়া
মরিলে।।
পূর্ববর্তী:
« জীবন আমার বিফলে যায়-বন্ধু না আসে ফিরে
« জীবন আমার বিফলে যায়-বন্ধু না আসে ফিরে
পরবর্তী:
জীবন থাকিতে গো পিরিতে আর মন দিও না »
জীবন থাকিতে গো পিরিতে আর মন দিও না »
Leave a Reply