ত্রি সিমান্ত যায়রে দেখা
আরেক সিমান্ত কানাছে
রঙের গায়ে রঙের বির্ছা আছে।।
রঙের বির্ছার এক সিমান্তে
দোনা বেড়া পাহাড়া দিতে
বেড়া মেলাইয়া যায় মুনিয়া
শখের নাচে।।
বির্ছাতে ঐ রুপন টালা
ষোড়শ দোনা রইছে মুলা
সাধের মৃত্তিকা তারে
ধরে রেখেছে।।
মুনিয়ারে ঐ হজম করে
বির্ছা গহিনের আঁকারে
বেড়া সরাইয়া তারে
দেখতে পেয়েছে।।
নাঈম কয় সেই মূলার বির্ছায়
হজম বরকি বড় দেখা যায়
ত্রি দিকে মোড়ানো বেড়ায়
একদিকে দরজা দিছে।।
পূর্ববর্তী:
« ত্বরাই কইরে যাও প্ৰাণ সখীগো
« ত্বরাই কইরে যাও প্ৰাণ সখীগো
পরবর্তী:
ত্ৰাহিমাং শ্ৰীকৃষ্ণ চৈতন্য দয়ালু হে »
ত্ৰাহিমাং শ্ৰীকৃষ্ণ চৈতন্য দয়ালু হে »
Leave a Reply