মানুষ যদি হইতে চাস
ধরগে মানুষ স্বার্থপর
মাওলা টলমল করে-
দেখরে মানুষে চাইয়া মানুষের ভিতর।।
মানুষে মানুষ চিনে
চিনিতে খোদার খবর
অমানুষে খোঁড়ে গিয়া
জ্যান্ত্ব মানুষের কবর।।
মানুষ ভজলে যায়রে হওয়া
মানুষ এই ভূবনধর
মানুষ ভজে তবেই তোরা
পূজা কর আর নামাজ পড়।।
মসজিদ মন্দির গয়া কাশী
বৃন্দাবন আর কাবাঘর
কোথাও নাই মাওলা
সে যে বিরাজে মানুষের অন্তর।।
মানুষ কেন অকারণে
দেহ ফালাস সিজদায় তোর
তোয়াহেদ কয় ওরে নাঈম
মানুষের তুই সেবা কর।।
পূর্ববর্তী:
« মানুষ যদি হইতে চাও কর মানুষের ভজনা
« মানুষ যদি হইতে চাও কর মানুষের ভজনা
পরবর্তী:
মানুষ সে জনা মানুষ হও, ভিতর কর পরিষ্কার »
মানুষ সে জনা মানুষ হও, ভিতর কর পরিষ্কার »
Leave a Reply