কী হবেরে পাগল মন
খোদা কোথায় খোঁজে
যদিরে না দেখিলে মানুষেরে ভজে।।
মানুষ সেবায় হও নিয়োজিত
সর্ববেলা সাজে
তবে দেখবি মনমানুষের নাম
বুকে নিত্য বাজে।।
যদিরে রও পাগল মন
মেতে সত্য কাজে
সততার প্রতিদানে খোঁদা
আসবে তোর হৃদয় মাঝে।।
সোনার মানুষ যায়রে হওয়া
যদি চিনো নিজে
আপনারে দেখবে ও মন
মানুষ মানুষ বিরাজে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
মানুষ হলেম যে
মনমানুষের জয়গান এবার
প্রচার চাই সমাজে।।
পূর্ববর্তী:
« কী হইল কী হইল সখী গো সখী কি হইল যন্ত্রণা
« কী হইল কী হইল সখী গো সখী কি হইল যন্ত্রণা
পরবর্তী:
কী হেরিলাম প্ৰাণসখী শ্যামরুদপে ধিকিধিকি »
কী হেরিলাম প্ৰাণসখী শ্যামরুদপে ধিকিধিকি »
Leave a Reply