গুরু ধরিলে
ভোলা মন যাবে নে তোর
জীবন বিফলে।।
গুরু তোর মন মানিক্য
জীবনের আয়ু অক্ষ
খুলিবে অন্ধ চক্ষ
গুরু চরণ ভজিলে।।
গুরু কাছে দেখ গিয়ে
আস না সুধা নিয়ে
মধুময় সুধা সে
অমর হবে খেলে।।
গুরু সে মহিমাময়
হয়ে দেখ তার চরণদ্বয়
ভাবিয়া নাঈমে কয়
ধন্য মানব সে গুরু ধরিলে।।
পূর্ববর্তী:
« গুরু তুমি কারবারের রাজা ষোলজনে মারে মজা
« গুরু তুমি কারবারের রাজা ষোলজনে মারে মজা
পরবর্তী:
গুরু না মানিলাম গো সখী আমি কি দিয়া »
গুরু না মানিলাম গো সখী আমি কি দিয়া »
Leave a Reply