জীবন আমার বিফলে যায়-বন্ধু না আসে ফিরে
কাঁদি অবলায় শূন্য বাসরে।।
আমি বন্ধুর লাগিয়া
কুলমান দিলাম ছাড়িয়া
ঠেকিলাম আমি আসিয়া
এখন যৌবন সায়রে।।
শুনো গো সখি তোরা
বাঁচিবো না বন্ধু ছাড়া
এখন হইলাম নৈরশারা
কুলমান সঁপে তারে।।
না আসিলে বন্ধুয়া মোর
কে হইবে যৌবনের ধূসর
সে বিনে মোর সাধের বাসর
শূন্যেতে হা হাকারে।।
না আসিলে প্রাণবন্ধুয়া
কী লাভ হবে বাঁচিয়া
কয় ভাবিয়া নাঈম মিয়া
প্রাণপাখি মোর যায় উড়ে।।
পূর্ববর্তী:
« জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই
« জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই
পরবর্তী:
জীবন আমার যায় কাটিয়া »
জীবন আমার যায় কাটিয়া »
Leave a Reply