আপন চিনো করো রে মন
দয়াল গুরুর ভজনা
গুরু বিনে তিন ভূবনে
কে হবে আপনা
ওরে মন।।
গুরু সে অতি দয়াবান
রুপে হয় দয়ালু রাব্বান
গুরু ধরো বাধ্য করো
রিপু ছয়জনা
ওরে মন।।
সত্যের পথে অনুসারি
দয়াল গুরু নাম যাহারি
ধরিয়া চরণ তাহারি
করো সত্যের সাধনা
ওরে মন।।
দয়াল গুরু নামগুনে
ত্বরিবে মন ঘোর নিদানে
তাই বলে নাঈম দেওয়ানে
গুরু হলো আপন ঘরের ঠিকানা
ওরে মন।।
পূর্ববর্তী:
« আপন ঘরের খবর জানতে ও মন তাড়াতাড়ি আয়
« আপন ঘরের খবর জানতে ও মন তাড়াতাড়ি আয়
পরবর্তী:
আপন জেনে সহায় থেকো পারলে এক্তিয়ারে »
আপন জেনে সহায় থেকো পারলে এক্তিয়ারে »
Leave a Reply